দীর্ঘ ৮ বছর ধরে নিখোঁজ ছিলেন জামায়াত নেতা মীর কাশেম আলীর চেলে ব্যারিস্টার আহমাদ বিন কাশেম আরমান। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর ওই মধ্যরাতে ‘আয়না ঘর’ এর বন্দিশালা থেকে মুক্তি পান আরমান।
রপর আয়না ঘরের নির্যাতন, নিপীড়ন নিয়ে নানা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি। এবার আরো একটি তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ। আরমানের পরিবারের বরাত দিয়ে এক প্রতিবেদনে টেলিগ্রাফ জানায়, কাশেম আরমানকে আয়না ঘর থেকে মুক্ত করতে যুক্তরাজ্যের ‘সিটি মিনিস্টার’ ও শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকের (শেখ রেহানার মেয়ে) কাছে সহায়তা চেয়েছিল তার পরিবার। তবে তারা সহায়তা পাননি। প্রতিবেদনে বলা হয়, খালা শেখ হাসিনার শাসনামলে প্রায় এক দশক ধরে আটক ব্রিটিশ-প্রশিক্ষিত ব্যারিস্টার কাশেম আরমানকে সাহায্য করতে ব্যর্থ হয়েছিলেন টিউলিপ। লেবার পার্টি থেকে জয় পাওয়া টিউলিপ সিদ্দিক গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে।
বিস্তারিত জানতে ভিসিট করুন....
No comments:
Post a Comment