হাইকোর্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। সোমবার (১৯ আগস্ট) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এ রুল জারি করেন।
উল্লেখ্য, ২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয়। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। যদিও আরও দুই মেয়াদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু রাখার সুপারিশও ছিল। পাশাপাশি জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ৪৫ থেকে ৫০-এ উন্নীত করা হয়।
No comments:
Post a Comment